প্রতিবছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় সিলেটের গোলাপগঞ্জে পালিত হয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস।
 

রবিবার প্রত্যূষে সূর্যোদেয়ের সাথে সাথে বীরসৌধে পূষ্পস্তবক অর্পণ করা হয়। সুন্দিসাইল বীরসৌধ ও উপজেলা প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক করা হয়।
 


এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ মৌসুমী মান্নান, পৌরসভা মেয়র আমিনুল ইসলাম রাবেলসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ,  রাজনীতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ।

স্বাধীনতা দিবসের ব্যতিক্রমী আয়োজনের অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মৌসুমী মান্নান এবার বিভিন্ন সম্মাননা ক্র্রেস্টের পরিবর্তে শতাধিক অতিথিবৃন্দ এবং দপ্তরপ্রধাণগণের হাতে তুলে দেন উপজেলায় অবস্থিত  লিটল স্টার স্কুল ফর স্পেশাল চাইল্ড স্কুলের বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) ছাত্রছাত্রীদের আঁকা বি‌ভিন্ন চিত্রকর্ম।
 

ব্যতিক্রমী উদ্যোগ সর্ম্পকে মিজ্ মৌসুমী মান্নান বলেন, এতে করে বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের পাশাপাশি জনসাধারণের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেয়া সম্ভব।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪