রামনবমী তিথিতে সংকটমোচন শ্রীশ্রী হনুমান জিউর পূজা ও হোমযজ্ঞ এবং প্রভুপাদ শ্রীশ্রী শ্যামসুন্দর গোস্বামী ব্রজবাসী মোহান্ত মহারাজের ৩০তম তিরোভাব মহোৎসবের আয়োজন করা হয়েছে।
 

এই পূজা, হোমযজ্ঞ ও মহোৎসব সিলেট নগরের জিন্দাবাজারস্থ শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৩০ মার্চ বৃহস্পতিবার সকাল ৯টায় রামনবমী তিথিতে সংকটমোচন শ্রীশ্রী হনুমান জিউর পূজা ও হোমযজ্ঞ।
 

হোমযজ্ঞ পরিচালনা করবেন প্রভুপাদ শ্রীশ্রী গোবিন্দগোপাল গোস্বামী ব্রজবাসী মোহান্ত মহারাজ। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে শ্রীমদ্ভাগবত পাঠ কীর্ত্তন। পরিবেশনায় শ্রী তমালকৃষ্ণ দাস, কিশোরগঞ্জ।
 

৫ এপ্রিল বুধবার সকাল ৯টায় শ্রীমদ্ভাগবত ও গীতা পাঠ। রাত ৮টায় অষ্টপ্রহরব্যাপী লীলাসংকীর্ত্তন মহোৎসবের শুভ অধিবাস; পরিবেশনায় শ্রীযুক্ত সন্তু দে সানি, জকিগঞ্জ।

৬ এপ্রিল বৃহস্পতিবার ব্রাহ্মমুহূর্ত থেকে অষ্টপ্রহরব্যাপী লীলাসংকীর্ত্তন মহোৎসব শুরু হবে। দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।
 

৭ এপ্রিল শুক্রবার সকাল ৯টায় দধিভান্ড ভঞ্জন ও কীর্ত্তন সমাপন।

লীলাসংকীর্ত্তন পরিবেশন করবেন- সুপ্তা দাস (বড়লেখা), মুক্তপদ তালুকদার (দিরাই), সন্তু দে সানি (জকিগঞ্জ), অমর দাস (দিরাই)। কীর্ত্তন পরিচালনায় নিশিকান্ত তালুকদার (সিলেট)।

পূজা, হোমযজ্ঞ ও মহোৎসবে সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শ্রী স্বপন কুমার দাস ও সাধারণ সম্পাদক শ্রী প্রলয় কান্তি দে বেনু বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪