সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ১৫৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তারা হল- রাজাপুর গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র সাইদুল ইসলাম ওরফে এখলাছ (২০), সুনামগঞ্জের তাহিরপুর থানার ঢালারপাড় গ্রামের হেলাল উদ্দিনের পুত্র সজিব আহমেদ শাকিল (১৭)।
সোমবার রাত ১০টা ৪৫ মিনিটে বর্ণি কান্দিবাড়ি এলাকা থেকে মাদক বিরোধী অভিযানে তাদেরকে আটক করা হয়।
পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার এসআই জনার্দন তালুকদারের নেতৃত্বে বর্ণি কান্দিবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় এখলাছ ও শাকিলের কাছ থেকে ১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় বিক্রির উদ্দেশ্যে জব্দকৃত মাদক নিজ হেফাজতে রেখেছিল।
এসআই জনার্দন তালুকদারের অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/জলিল/এসডি-১১