সিলেটের মোগলাবাজার থানার ছব্দলপুর গ্রামের ছইফা বেগম হত্যা মামলায় হান্নান মিয়া নামক এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন সিলেট মহানগর দায়রা জজ এ কিউ এম. নাছির উদ্দীন।
২০১৫ সালে দায়েরকৃত এই মামলার গত ২২ মার্চ এ রায় প্রদান করেন বিজ্ঞ বিচারক।
আদালত সূত্রে জানা যায়, মোগলাবাজার থানার জালালপুর ইউনিয়ন পরিষদের চৌকিদার হান্নান তার গ্রামের মৃত তইফুল্লাহর বিধবা স্ত্রী ছইফা বেগমকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। এক পর্যায়ে হান্নানের সঙ্গে ছইফার সম্পর্কের অবনতি ঘটে। এ সুযোগে ছইফা ফয়েজ নামের আরেক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এভাবে চলতে থাকলে ২০১৫ সালের ১৮ মার্চ রাতে ভিকটিম ছইফা বেগমকে ফয়েজের সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় হান্নান দেখে ফেলেন এবং দা দিয়ে আঘাত করে স্ত্রীকে খুন করেন।
পরবর্তীতে মামলা দায়ের হয় এবং মামলার বিচারকালে ১৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান শেষে গত ২২ মার্চ হান্নানকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ আদালত।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম