পূর্ব শত্রুতার জের ধরে সিলেটের চারাদিঘিরপাড়ে স্কুল পড়ুয়া এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাহমিদ (১৩) নামের ওই শিক্ষার্থীকে কয়েকজন কিশোর পিটিয়ে আহত করে বলে জানা গেছে।
বুধবার (২৯ মার্চ) রাত নয়টায় চারাদিঘিরপাড় কাউন্সিলর অফিস সংলগ্ন একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাহমিদকে উদ্ধার করেন স্থানীয়রা।
জানা গেছে, রাত নয়টার দিকে স্থানীয় কাউন্সিলর অফিস সংলগ্ন একটি দোকানে বসেছিলেন তাহমিদ। এসময় পূর্ব শত্রুতার জেরে ১০-১২ জন কিশোর তার উপর হামলা চালায়। এতে তার মাথা ফেটে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করতে আসলে হামলাকারী কিশোররা পালিয়ে যেতে থাকে। স্থানীয় কয়েকজন এসময় ধাওয়া দিয়ে হামলাকারীদের মধ্যে আবরার ও সাফায়াত নামের দুজনকে আাটক করেন।
আহত তাহমিদ নগরীর ব্যবসায়ী আব্দুল করিমের ছেলে ও সিলেট খাজাঞ্চিবাড়ি স্কুল এন্ড কলেজের ছাত্র। তাকে চিকিৎসার জন্য উইমেন্স মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/নুরুল/পিডি/পল্লব-৪