সিলেট জেলা বিএনপির নব-নির্বাচিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিককে মনোনীত করায় বৃহত্তর সুবিদবাজার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। বুধবার (২৯ মার্চ) রাতে নগরীর সুবিদবাজার এলাকায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাহিন আজাদ খোকনের সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জামাল আহমদ খানের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এম মখলিছ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক জাবেদ, ৭নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক পারভেজ।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-শহিদুল ইসলাম খোকন, মফিজ আহমদ, মিসবাহ খান, ফয়ছল আহমদ, আবুল হোসেন, সুহেল আহমদ, সৈয়দ আহমদ, তালিম আহমদ, কয়ছর আহমদ, শ্রমিকদলের নুর আহমদ, আনোয়ার হোসেন, দুলাল আহম, রমিজ আহমদ, শাহিন আহমদ সুহিন, লুৎফুর আহমদ, বাবুল মিয়া, শুক্কুর আলী, কাওছার আহমদ, আনিস মিয়া, ফিরোজ মিয়া, ইকবাল হোসেন, আব্বাস আলী, রিয়াজ আহমদ, আনিস আহম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/নুরুল/ইআ-১৩