সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০) মার্চ উপজেলার আটগাঁও ইউপির উজানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।


শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও ১নং আটগাঁও ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মামুন আল-কাউসারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই-শাল্লা সার্কেল) জাহিদুল ইসলাম খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট দিপু রঞ্জন দাশ, ৪নং শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া, ৩নং বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু, ১নং আটগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, গোবিন্দনগর গ্রামের বাসিন্দা বিজন ভূষণ রায় ও উজানগাঁও গ্রামের মতিলাল বিশ্বাস প্রমুখ।

সামাজিক সম্প্রীতি সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। এই দেশের সম্প্রীতি বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। কেউ যেন আমাদের সম্প্রীতি নষ্ট করতে না পারে সে দিকে সজাগ থাকতে হবে। যদি কেউ দেশের সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। একটি সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের সম্প্রীতি নষ্ট করার সুযোগ খুঁজছে। সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব বোধ জাগিয়ে তুলতে হবে। সবাইকে একসাথে মিলেমিশে থাকার আহ্বানও জানানো হয় সম্প্রীতি সমাবেশে।

সম্প্রীতি সমাবেশে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-১৫