শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ওয়াইল্ড লাইফ কনজারভেশন ইস্যুজ এন্ড চ্যালেঞ্জ ইন সাউথ এশিয়া শীর্ষক ‘সায়েন্টিফিক টক’ অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার বেলা ১১টায় একাডেমিক ভবনের ‘ই’ এর ১২২ নম্বর কক্ষে অনুষ্ঠিত এ সায়েন্টিফিক টক বিকালের দিকে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ওই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাইদ আরেফিন খান।
 


তিনি জানান, অনুষ্ঠানে ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.পারথানকার চৌধুরী সাইন্স টক উপস্থাপন করেন।
 

অধ্যাপক পারথানকার চৌধুরী ভারতের বন্যপ্রাণী, সংরক্ষণ, উপায় ও বিলুপ্তি নিয়ে আলোচনা করেন বলে জানান অধ্যাপক আরফিন খান।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান  অধ্যাপক ড.  রুমেল আহমেদসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।


 

সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১৬