সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারপার্সন রাজীব আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য সাহিদা ইয়াসমিন চৌধুরী ও ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।
 


সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন- অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার।
 

“দোয়া ও ইফতার মাহফিল” মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ এর সঞ্চালনা এবং আইন বিভাগের প্রভাষক জনাব তৌকির আহমেদ এর সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন মনোনীত সিন্ডিকেট সদস্য প্রফেসর মোঃ জহিরুল ইসলাম, সিলেশন কমিটির সদস্য প্রফেসর ড. মোঃ শাহীদুল রহমান।
 

এছাড়াও উপস্থিত ছিলেন- অত্র বিশ্ববিদ্যালয়ের আনুষদের ডিন মাহমুদুল হাসান খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নূসরাত মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নসরত আফজা চৌধুরী, প্রক্টর ও আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নাঈমা মাসউদ নীলা, ইংরেজী বিভাগের প্রধান স্বাতী রানী দেবনাথ, সিএসই বিভাগের প্রধান আব্দুল্লাহ রাজিব সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
 

শুরুতেই বিশ্ববিদ্যালয়, দেশজাতি মঙ্গল কামনায় দোয়া মাহফিল করেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তৌকির আহমেদ।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১