প্রবাসী চাচা, এই সুযোগে দীর্ঘদিন চাচির প্রেমের হাবুডুবু খাচ্ছিলেন ভাতিজা। এই প্রেমের বিষয়টি প্রকাশ্যে আসতেই ভাতিজা রাজু মিয়াকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। নিহত রাজু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালার (সাতবাক) হাদিস মিয়ার ছেলে। পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক রাজু।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু মিয়ার মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের চাচা শাহ আলম (৩৬) ও জাকির হোসেন (৩৫) কে পুলিশ আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুবাই প্রবাসী শাহ আলম দেশে এসে জানতে পারেন তার স্ত্রীর সাথে পরকীয়া চলছিল ভাতিজা রাজুর। পরকীয়ার বিষয়টি টের পেয়ে গত বুধবার (২৯ মার্চ) দুপুরে শহর থেকে বাড়ি যাওয়ার পথে উপজেলার বিন্নিগ্রাম এলাকায় দুই চাচা মিলে রাজু মিয়াকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে রাজু মিয়ার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে সিলেটভিউকে জানান, এই ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে মৌলভীবাজার মডেল থানার মামলা দয়ের করেছেন। ঘটনার সথে জরিত ঘটনায় নিহতের চাচা শাহ আলম ও জাকির হোসেন কে পুলিশ আটক করেছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত