সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নাসিং বিভাগে অধ্যয়নরত সমাপ্তি রায় (১৯) নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাত ৪টায় সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল হোস্টেলের নিজ রুমে বিষপান করে আত্মহত্যা করেন।
সমাপ্তি রায় হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ের বানিয়াচং উত্তর পাড়ার মৃত কালা বাসী বৈষ্ণবের মেয়ে।
নর্থইস্ট মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, সমাপ্তি রানী নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের নাসিং বিভাগে অধ্যয়নরত ছিলেন এবং নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেলে বসবাস করতেন।তিনি রাত ৪টার দিকে হোস্টেলের নিজ রুমে বিষ পান করেন। পরে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষানা করেন।
দক্ষিণ সুরমা থানা ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম) আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/নুরুল/এসডি-২২