খয়রুন্নেছা-বশির ফাউন্ডেশন ইউএসএ (ইনক) এর ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী সিনিয়র সাংবাদিক ফররুখ আহমদ চৌধুরীর বড় ভাই ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, শিক্ষানুরাগী খুলিয়াটুলার কৃতিসন্তান ফারুক মাহমুদ চৌধুরী আয়োজনে পরিবারের মরহুম সদস্যবৃন্দের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ আছর নগরীর খুলিয়াটুলা নিজ বাসায় ও শেখ নাছির আলী (র:) জামে মসজিদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণের বিপুল এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় খয়রুন্নেছা-বশির ফাউন্ডেশনের মাধ্যমে মানবসেবায় অসামান্য অবদান রাখায় এবং ইফতার মাহফিল আয়োজনের জন্য ফারুক মাহমুদ চৌধুরী ও সাংবাদিক ফররুখ মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন আব্দুল মঈন চৌধুরী মতিন, আজহারুল ইসলাম চৌধুরী, সৈয়দ মোহাম্মদ হাফিজ, গুলজার আহমদ ও ছাত্রনেতা তোফায়েল আহমদ।
পরিশেষে ইফতার মাহফিলে খয়রুন্নেছা-বশির ফাউন্ডেশন ইউএসএ (ইনক) এর পরিবারের মরহুম সদস্যবৃন্দের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজত পরিচারা করা হয়। দোয়া পরিচালনা করেন শেখ নাছির আলী (র:) জামে মসজিদের ইমাম ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-৯