ক্লিন সিটি একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সিলেট শহরে পরিচ্ছন্নতা, সেবামূলক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। 
 

শুক্রবার (৩১ মার্চ) নগরীর রিকাবীবাজার পয়েন্টে দুই শতাধিক মানুষের মাঝে মাত্র ৪ টাকার বিনিময়ে কয়েক পদ দিয়ে সাজানো ইফতার ও এক বোতল পানি বিতরণ করে সংগঠনটি। সংগঠনের সভাপতি নাজিব আহমদ এর সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা.আরমান আহমদ শিপলু। সাংবাদিক জয়ন্ত কুমার দাস সহ সংগঠনের সদস্যবৃন্দ।


ক্লিন সিটি সামাজিক সংগঠন এর একটি সেবামূলক প্রজেক্ট এই "৪ টেখায় ইফতার"।

পবিত্র সিয়াম সাধনার মাসে "ভ্রাতৃত্বের বন্ধনে জয় হোক মানবতার" এই স্লোগানকে নিয়ে অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদারদের জন্য একটি প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে। 

আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ নিয়ে ভালো থাকার মাঝে আছে রামাদ্বানের প্রকৃত মহিমা। তাই পবিত্র এই সিয়াম সাধনার মাসে সিলেট নগরীর অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদারদের মাঝে নামে মাত্র সম্মানি মূল্যে "৪ টেখায় ইফতার " প্রজেক্টের মাধ্যমে ইফতার সামগ্রী বিতরণ ও বিতরণকৃত ইফতারের টাকায় অসহায় মানুষের জন্য ঈদ উপহার নিশ্চিত করা হবে ও রমজান মাসের প্রতি শুক্রবার সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে এই কার্যক্রম চলবে জানিয়েছে আয়োজকরা।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১২