সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লীতে বিশেষ অভিযান চালিয়ে দুই ইউপি সদস্যসহ ১০ জুয়ারিকে আটক করেছে পুলিশ।
 

আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
 


জানা যায়, উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের যোগিরগাও গ্রামের সিতারা বেগমের বসতঘরে উপজেলার বিভিন্ন গ্রামসহ অন্যান্য এলাকার জুয়াড়িরা নিয়মিত জুয়ার আসর বসাতো। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে দোয়ারাবাজার থানার এসআই পান্নালাল দে'র নেতৃত্বে এসআই আসলাম হোসেন, এ এসআই সুমন চন্দ্র দেব ও  এএসআই শফিক মিয়াসহ পুলিশের একটি দল উপজেলার যোগিরগাও গ্রামের সিতারা বেগমের বসতঘরের দু'তলায় জুয়ার আসরে অভিযান চালায়।
 

এসময় নগদ ১লাখ ১ হাজার ৭শ' টাকাসহ উপজেলার মান্নারগাও ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার সাব্বির আহমেদ, সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার শওকত আলী, রঙ্গারচর গ্রামের মৃত রাশিদ আলীর পুত্র তারাই মিয়া, ঘটনাস্থল যোগিরগাও গ্রামের মৃত শামছুদ্দিন উরুফে খালিছ উদ্দিনের স্ত্রী সিতারা বেগম ও তার ছেলে ইমন আহমেদ,  কালাই মিয়ার পুত্র মইনুল আলী, মৃত আলকাছ আলীর পুত্র দিলাল মিয়া, মৃত ওমর আলীর পুত্র গৌছ আলী, একই ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত ধলাই মিয়ার পুত্র আব্দুল করিম এবং আমবাড়ী বাজারের মৃত সাহেব আলীর পুত্র জীবন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
 

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, মাদক ও জুয়া নির্মূলে পাড়ায়-মহল্লায় পুলিশের বিশেষ অভিযান চলছে। অপরাধী যে দলেরই হোক না কেনো ছাড় নেই। মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার মান্নারগাও ইউনিয়নের যোগিরগাও গ্রামে জুয়ার আসর থেকে ১০জন জুয়ারীকে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


 

সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-১১