সুনামগঞ্জের দোয়ারাবাজারে টিসিবির বিতরণ করা হয়েছে।
 

রবিবার দিনভর উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদে কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিতরণ করা হয়।
 


পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ।
 

ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ডে ৭০১ জন কার্ডধারীদের কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয়। ৪৭০ টাকা মূল্যের এসব পণ্যে রয়েছে- ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা।
 

ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ বলেন, টিসিবির পণ্য পেয়ে উপকারভোগী মানুষ অনেক উপকৃত হচ্ছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের গরীব ও মেহনতী মানুষকে ভর্তুকি মূল্যে এসব পণ্য তাদের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিচ্ছে।


 

সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-১১