সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা থেকে আগত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘তাহিরপুর অ্যাসোসিয়েশনের’ ১৬ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয়েছে।
এতে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইকবাল হোসেনকে সভাপতি এবং বাংলা বিভাগের আকাশ তালুকদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
রবিবার বিকালে শাবির ইউনিভার্সিটি সেন্টারে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বিদায়ী সভাপতি সৌরভ পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাহাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ইকবাল হোসেন, আকাশ তালুকদার, নাহিন নাজনীন প্রমুখ।
নবাগত কমিটির অন্যান্য হলেন- সহ সভাপতি তমা রায় (সি.ই.পি), তুষ্টী চক্রবর্তী (পিএসএস), হাফসা আল আনসারিয়া (বাংলা), সাংগঠনিক সম্পাদক নাহিন নাজনীন (নৃবিজ্ঞান), অর্থ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান (লোকপ্রশাসন), সহ অর্থ সম্পাদক শিব্বির আহম্মেদ (পিএসএস), দপ্তর সম্পাদক ফয়সাল আহম্মেদ (লোকপ্রশাসন), নারী বিষয়ক সম্পাদক মিফতা আক্তার (পদার্থ বিজ্ঞান), প্রচার সম্পাদক জাহিদ হাসান সাগর (ভূগোল ও পরিবেশ), সমাজ কল্যাণ সম্পাদক কবিতা আক্তার , শিক্ষা ও গবেষণা সম্পাদক নাজমা আক্তার (পিএসএস), ক্রীড়া বিষয়ক সম্পাদক হৃদয় হাসান (পিএসএস), আন্তজাতিক বিষয়ক সম্পাদক মোজাক্কির হোসেন (বিবিএ), পরিবেশ বিষয়ক সম্পাদক সোহাগ (গণিত)।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-২৭