রাজধানীর গুলিস্তানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ হাজার দোকান সম্পূর্ণই পুড়ে ছাই হয়ে গেছে। এমনই দাবি করছে দোকান মালিক সমিতি। তারা বলছেন, আগুনে শুধু বঙ্গবাজার মার্কেটের আড়াই হাজার দোকান পুড়েছে। অন্যসব মার্কেট মিলিয়ে সংখ্যাটা পাঁচ হাজারের কম হবে না।
ঘটনাস্থলে উপস্থিত দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই আড়াই হাজার দোকান রয়েছে। এখানে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করেন। সামনে ঈদ, সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার জন্য মাল তুলেছেন। এমন সময় এই আগুন বিরাট ক্ষতি করল।’
হেলাল উদ্দিন আরও বলেন, ‘ব্যবসায়ীদের পুঁজি বলতে দোকানের মালামালই। সবকিছু পুড়ে যাওয়ায় তাদের পুঁজি বলতে আর কিছুই থাকল না।’ তার দাবি, ‘রমজানের ঈদকেন্দ্রিক ব্যবসার ক্ষতি কাটিয়ে উঠতে প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হোক।’
জানা গেছে, মঙ্গলবার ভোরে প্রথমে আগুন লাগে গুলিস্তান মার্কেটে। এরপর একে একে আগুন বঙ্গবাজার মার্কেট, আদর্শ মার্কেট, এনেক্স টাওয়ার ও মহানগর মার্কেটে ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে সকাল থেকেই কাজ শুরু করে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট। পরে হেলিকপ্টার ও জলকামান নিয়ে যোগ দেয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিজিবির সাহায্যকারী দল। সাড়ে ছয় ঘণ্টার দীর্ঘ চেষ্টায় অবশেষে দুপুর সাড়ে ১২টা আগুন নিয়ন্ত্রণে আসে।
যদিও ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
এদিকে, ঘটে কোনো প্রাণহানি। তবে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মী ও কয়েকজন ব্যবসায়ী আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৯