কুলাউড়ায় সিনিয়র সিটিজেন ফোরামের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় শহরস্থ ছামি ইয়ামী চায়নিজ বাংলা রেস্টুরেন্টে এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 


ফোরামের সভাপতি কুলাউড়া পৌর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলামের সভাপতিত্বে ইফতারে উপস্থিত ছিলেন- ফোরামের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্যাংকার এ.এফ সৈয়দ জাফর ইমাম পারভেজ, কোষাধ্যক্ষ কুলাউড়া রেলওয়ে বুকস্টলের সত্ত্বাধিকারী মহসিন আহমদ চৌধুরী, সিনিয়র সিটিজেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মাশুক, ডাক বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মিল আহমদ, সাবেক মেয়র কামাল আহমদ জুনেদ, অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ গিয়াস উদ্দিন টেনাই, সৈয়দ মকছুদুল হাসান, কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান খান রেনু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ব্যবসায়ী সেলিম আনোয়ার চৌধুরী, গিয়াস আহমদ, মো. আজম আলী প্রমুখ।


 

সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১২