শক্তি ফাউন্ডেশনর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে।বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের উন্নয়ন ঘটাতে হবে। বৃক্ষরোপণের ফলে জনগণ দেশকে সবুজায়ন করতে উদ্বুদ্ধ হয়। এছাড়া টেকসই উন্নয়ন তথা এসডিজি অর্জনে বিশেষ ভূমিকা রাখে। অর্থনৈতিক উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
দেশের জাতীয় বেসরকারি জনকল্যাণমূলক উন্নয়ন প্রতিষ্ঠান (এনজি) শক্তি ফাউন্ডেশন’র উদ্যোগে প্রতিষ্ঠানের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি পরবর্তী আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
ফাউন্ডেশনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ এপ্রিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ৩ এপ্রিল ৫৫টি জেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। নগরীর মিরের ময়দানস্থ ব্লু বার্ড স্কুল এ্যান্ড কলেজের মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক ব্রজেন্দ্র চন্দ্র দাস।
এছাড়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের ডিরেক্টর শংকর কুমার সরকার, রিজিওনাল হেড মোঃ নূরুন্নবী, এরিয়া সুপারভাইজারসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
উল্লেখ্য, ১৯৯২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত শক্তি ফাউন্ডেশন সমগ্র বাংলাদেশে ৫০৪টি শাখা এবং ৮৭টি শক্তি মেডিকেল সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, আর্থ সামাজিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছে। এছাড়া ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্রিন ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এপ্রিল মাসে ৫৫টি জেলায় ৩১০০টি বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নিয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/নুরুল/ইআ-০৪