কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সিলেট মহানগর ২০নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
 

বুধবার (বিকাল ৪টায় নগরীর শিবগঞ্জবাজারে প্রায় ৫শতাধিক অসহায় দরিদ্র ছিন্নমুল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
 


২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। জনগন আজ দিশেহারা, বিদ্যুতের ও গ্যাসের দাম প্রতিনিয়ত বাড়ছে, এর প্রভাব দ্রব্যমূল্যের উপর পড়েছে। এমতাবস্থায় সরকারের পরিবর্তন না হলে জনগনের ভাগ্যেরও কোন পরিবর্তন হবে না।
 

তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
 

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপি সভাপতি নাছিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সুদিপ্ত রঞ্জন সেন বাপ্পু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, সিলেট জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সিলেট মহানগর বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য মতিউল বারি খুরশেদ, ২১ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক মিনহাজ উদ্দিন মুছা, জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক এডভোকেট আব্দুল মালেক, সিলেট জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসান, যুগ্ম সম্পাদক আজহার অনিক, ছাত্রদল নেতা মিজান আহমদ, ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোয়েব আহমদ, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক পাভেল আহমদ, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ, ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খায়ের আহমদ, সাধারণ সম্পাদক শেকু আহদম, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আজিজুল হাসিম, ২০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক আহমদ, সহ-সভাপতি ছাবের আলী খান মুরাদ, মানিক মিয়া, মাহতাব আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: আকবর হোসেন কয়ছর, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুপম খান, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান ফরুখ, মহানগর তাতীদলের সিনিয়র সহ-সভাপতি লিলু মিয়া, যুবদল নেতা খান মোহাম্মদ তাইফুর, সবরুল ইসলাম নেপুর, আলীম উদ্দিন রানা, মো. ফাহিম, লিমন, সৌরভ সিদ্দিকী, সুমন আহমদ, ফয়েজ আহমদ, অজিত কায়ছার, দুদু মিয়া প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১