সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ আজ ৫ এপ্রিল বুধবার থেকে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে।

 


বুধবার বিকাল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে বীর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সম্মিলিত নাট্য পরিষদ।
 

এসময়ে নীতিনির্ধারণী পরিষদ এর  প্রধান পরিচালক, পরিচালক বৃন্দ,সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ সহ বিভিন্ন নাট্য দলের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
 

বিকাল পাঁচটায় শারদা স্মৃতি ভবন মহড়া কক্ষে কার্যনির্বাহী পরিষদ এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সভাপতি রজত কান্তি গুপ্ত এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন- কার্যনির্বাহী কমিটির সহসভাপতি সুপ্রিয় দেব পুরকায়স্থ শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক একলাছ আহমদ তন্ময়, অর্থ সম্পাদক অচিন্ত কুমার দে, প্রচার ও দপ্তর সম্পাদক দিবাকর সরকার শেখর, নির্বাহী সদস্য তন্ময় নাথ তনু, আব্দুল বাসিত সাদাফ, রেজাউল করিম রাব্বি।
 

সভায় বলা হয় মহান মুক্তিযুদ্ধের চেতনায় নাট্য আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ মানুষের কথা বলতে এবং সুস্থ সাংস্কৃতিক পরিবেশ তৈরি করে সকল অপশক্তি ও দেশ বিরোধী চক্রান্ত মোকাবিলা করে সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। সভায় বছরব্যাপী কর্মসূচি গ্রহণের জন্য একটি উপকমিটি গঠন করা হয়, এছাড়াও আগামী ১৩ এপ্রিল ৩০ চৈত্র সুরমা নদীর পাড়ে, বর্যবিদায় ও নববর্ষকে স্বাগত জানিয়ে সন্ধ্যা পৌনে সাতটায় অনুষ্ঠান আয়োজনের সিন্ধান্ত হয়।সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষায় বেশকিছু সিন্ধান্ত গ্রহণ করা হয়।
 

একইসাথে সভার অসমাপ্ত আলোচনার জন্য সভা মুলতবি রাখা হয় এবং পরবর্তী মুলতবি  সভা ১২ এপ্রিল সন্ধ্যা সাতটায় নির্ধারণ করা হয়।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১