দ্বিতীয় আইরিশ ক্রিকেটার হিসেবে টেস্টে সেঞ্চুরি করলেন টাকার । আয়ারল্যান্ডের টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন কেভিন ও’ব্রায়েন। সেটি ২০১৯ সালে ডাবলিনের মালাহাইডে, পাকিস্তানের বিপক্ষে। এরপর আয়ারল্যান্ড টেস্টই খেলেছে দুটি। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তারা খেলছে নিজেদের চতুর্থ টেস্ট। দ্বিতীয় আইরিশ হিসেবে আজ টেস্ট ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি পেলেন লরকান টাকার। এর আগে ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে কোনো সেঞ্চুরি ছিল না টাকারের। টেস্টে আয়ারল্যান্ডের পক্ষে সেঞ্চুরি এই দুটিই।
আজ তৃতীয় দিন চা বিরতির পর টাকার নিজের সেঞ্চুরি পূর্ণ করেন। সেঞ্চুরি করার কিছুক্ষণ পরই অবশ্য আউট হয়ে যান। তখন তাঁর রান ছিল ১০৮। টাকারের বিদায়ে আয়ারল্যান্ড সপ্তম উইকেট হারিয়েছে। দলের স্কোর তখন ২৩৪ রান। আয়ারল্যান্ড এগিয়ে ছিল ৭৯ রানে।
টেস্ট ক্রিকেটে অভিষেকে সেঞ্চুরি করেছেন ১১২ জন ব্যাটসম্যান। তবে একটা কীর্তিতে টাকার আছেন ছোট্ট এক দলে। এই ১১২ জনের মধ্যে মাত্র নয়জনই সাত নম্বরে ব্যাটিং করে সেঞ্চুরি করতে পেরেছেন।
সিলেটভিউ২৪ডটকম/এনটি২
সূত্র : প্রথম আলো