বাংলাদেশের হতাশার দিনে শক্ত অবস্থানে আইরিশরা।আয়ারল্যান্ডের ব্যাটাররা যেভাবে পুরোটা দিন মিরপুরে রাজ করল কোনো বিশেষণই যেন খাটে না তাতে। যেখানে ভাবা হচ্ছিল তৃতীয় দিনের প্রথম সেশনেই খেলা শেষ হয়ে যাবে। সেখানে তৃতীয় দিন শেষে বেশ শক্ত অবস্থানে সফরকারীরা। ইনিংস ব্যবধানে হারের ঘোর শঙ্কায় থাকা ম্যাচটিতে ইতোমধ্যে বড় লিড পেয়ে গেছে আইরিশরা।  


 


গতকাল (বুধবার) ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই দ্রুত ৪ উইকেট হারিয়ে ফেলেছিল আয়ারল্যান্ড। তবে তৃতীয় দিনে আজ (বৃহস্পতিবার) ব্যাট করতে নেমে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আইরিশ ব্যাটাররা।

 

অভিষেক ম্যাচ খেলতে নেমে দলকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুললেন লরকান টাকার। অভিষেক ম্যাচটা রাঙালেন শতরানে (১০৮)। ফিফটি পূর্ণ করেছেন হ্যারি ট্যাক্টর (৫৬)। এছাড়া ব্যক্তিগত ৭১ রানে অপরাজিত আছেন ম্যাকব্রেইন। তাদের লড়াকু ব্যাটে ভর করে একমাত্র টেস্টের তৃতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ২৮৬ রান। লিড বেড়ে দাঁড়িয়েছে ১৩১ রান। 

 

তিন সেশন মিলিয়ে বাংলাদেশি বোলাররা উইকেট ফেলতে পেরেছে কেবল চারটি। আগের দিন দুই উইকেট নেওয়া তাইজুল এদিন শিকার করেন আরও দুটি উইকেট। এছাড়া একটি করে উইকেট পান যথাক্রমে এবাদত ও শরিফুল।

 

 


সিলেটভিউ২৪ডটকম/এনটি


সূত্র : ঢাকা পোস্ট