সিলেটের জৈন্তাপুর থানার সাবেরবন্দ হাওর থেকে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ এপ্রিল) জৈন্তাপুর মডেল থানার ২নং জৈন্তাপুর ইউনিয়নের সাবেরবন্দ হাওর এর বাদশা মিয়ার জুন এর পশ্চিম পাশে নালার মধ্যে এই লাশ পাওয়া যায়।
কুষ্টিয়ার দুখু মিয়ার ছেলে মোহাম্মদ আলী বর্তমানে তিনি বাস করতেন আসামপাড়া গুচ্ছগ্রামে।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক প্রাথমিকভাবে লাশের পরিচয় পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাস্থলে এসআই পার্থসহ, অফিসার ইনচার্জ ও অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/পল্লব-০৬