নানা ঘটনার পর ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি কার্যক্রমে থাকছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিতে একাডেমিক কাউন্সিলের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী উপাচার্যকে সভাপতি করে গঠিত হয় কেন্দ্রীয় ভর্তি কমিটি।
 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।


জানা যায়, নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে গঠিত কমিটিতে রয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এবং ছয় অনুষদের ডিন। আগামী সিন্ডিকেট সভায় ভর্তি সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

এর আগে গত ২৯ মার্চ নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেয়ার দাবিতে একাডেমিক কাউন্সিলের (১৫ মার্চ) সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চারদিনের আল্টিমেটাম দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় থেকে কোনো পদক্ষেপ না নেয়ায় সোমবার (৩ এপ্রিল) আল্টিমেটাম অনুযায়ী মানববন্ধন করে শিক্ষক সমিতি।

এতে চার শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপাচার্যের কক্ষে অবস্থান নেন শিক্ষকরা। তখন উপাচার্য শিক্ষকদের আশ্বস্ত করেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এবং একাডেমিক কাউন্সিলের সভা করবেন।

যার প্রেক্ষিতে বৃহস্পতিবার বিশেষ একাডেমিক কাউন্সিলের সভায় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের পাশাপাশি কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন করে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকার বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি কমিটি এক্ষেত্রে পরীক্ষা নিয়ে কাজ করবে। অন্যান্য তথ্য রেজিস্ট্রারের কাছ থেকে জানলে ভালো হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, বুহস্পতিবার একাডেমিক কাউন্সিলের সভায় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার জন্য সিদ্ধান্ত হয়েছে। আমাদের দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় ভর্তি কমিটিও গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে থাকছেন ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার এবং সব ডিন। ইউনিটভিত্তিক কমিটিতে আছেন একজন ডিন ও বিভাগগুলোর চেয়ারম্যান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, ভর্তি কমিটির সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। সদস্য সচিব করা হয়েছে রেজিস্ট্রারকে। অন্য সবাই সদস্য। প্রতি ইউনিটে ডিন আহ্বায়ক এবং একজন যুগ্ম আহ্বায়ক থাকবেন। অন্যরা থাকবেন সদস্য।
 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-০৭