কাতারে ফুটবল বিশ্বকাপ জয়ের পরেও ফিফা ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে জায়গা করে নিতে পারেনি আর্জেন্টিনা। শীর্ষস্থান ধরে রেখেছিল পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল।
 

মাস তিনেকের মধ্যেই অবশ্য ব্রাজিলের থেকে সেই জায়গা কেড়ে নিলো চিরপ্রতিদ্বন্দ্বী দল। ফিফার সর্বশেষ ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন লিওনেল মেসিরা।


আর্জেন্তিনার পয়েন্ট এখন ১৮৪০.৯৩। সেখানে ব্রাজিলের পয়েন্ট ১৮৩৪.২১। ব়্যাঙ্কিংয়ে ব্রাজিল পিছলে গিয়েছে তৃতীয় নম্বরে। দ্বিতীয় জায়গা করে নিয়েছে ফ্রান্স। ফরাসিদের পয়েন্ট ১৮৩৮.৪৫। এর পর জুলাই মাসে প্রকাশিত হবে দ্বিতীয় ব়্যাঙ্কিং।

তালিকার প্রথম পাঁচের মধ্যে শেষ দুই দল হলো বেলজিয়াম এবং ইংল্যান্ড। তাদের পয়েন্ট যথাক্রমে ১৭৯২.৫৩ এবং ১৭৯২.৪৩। আফ্রিকার দলগুলির মধ্যে সবার উপরে ১১ নম্বরে রয়েছে মরক্কো। ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত রয়েছে যথাক্রমে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল এবং স্পেন।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১২