পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য ছুটিসহ ২১ দিন বন্ধের ঘোষণা দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইস্টার সানডে, বাংলা নববর্ষ, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ২১ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়।
এর মধ্যে ইস্টার সানডে উপলক্ষে আগামী ৯ এপ্রিল এবং বাংলা নববর্ষ উপলক্ষ্যে ১৪ এপ্রিল এ বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও ক্লাস বন্ধ থাকবে। অপরদিকে, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষ্যে ১০ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা । পাশাপাশি ১২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে।
এছাড়া ২৮ এপ্রিল ও ২৯ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন হিসেবে এ দুইদিন ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে।
৩০ এপ্রিল থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম চলবে বলে জানান রেজিস্ট্রার।
এছাড়া মে দিবস উপলক্ষে আগামী পহেলা মে তে ক্লাস-পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।
সিলেটেভিউ২৪ডটকম/নোমান/ইআ-১০