বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে জনবল নিয়োগে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা ১১ এপ্রিল শুরু হবে। সার্জেন্ট পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাঁরা বর্তমানে বাংলাদেশ পুলিশে সার্জেন্ট হিসেবে চাকরি করছেন, পরীক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে তাঁদের মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।নিজের অভিজ্ঞতা জানিয়েছেন ২৫তম ব্যাচের সার্জেন্ট নাফিজা ইসরাত। 

 



প্রার্থী: ভেতরে আসতে পারি, স্যার?

মৌখিক পরীক্ষার বোর্ড: বসুন।

প্রার্থী: ধন্যবাদ স্যার বলে আমার সার্টিফিকেট এগিয়ে দিলাম।

মৌখিক পরীক্ষার বোর্ড: আমার সার্টিফিকেট দেখে বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। চাকরিটা পেলে কি যোগদান করবেন?

প্রার্থী: জি স্যার। পুলিশের ইউনিফর্ম বরাবরই আমাকে আকর্ষণ করে।


মৌখিক পরীক্ষার বোর্ড: POLICE–এর পূর্ণরূপ কী?

প্রার্থী: P=Polite, O=Obedient, L=Loyal, I=Intelligence, C=courageous and E=efficient.

মৌখিক পরীক্ষার বোর্ড: একটা সাদা কাগজ দিয়ে বললেন, ব্যাচেলর বানান লিখুন।

প্রার্থী: লিখলাম।

মৌখিক পরীক্ষার বোর্ড: মুক্তিযুদ্ধ চলাকালীন কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিলেন না।

প্রার্থী: ১০ নম্বর সেক্টরে।

মৌখিক পরীক্ষার বোর্ড: কোনো অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত লাইন বাজানো হয়?

প্রার্থী: ৪ লাইন।

মৌখিক পরীক্ষার বোর্ড: আপনি এবার আসতে পারেন।

প্রার্থী: ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।

 

 


সিলেটভিউ২৪ডটকম/এনটি


সূত্র : প্রথমআলো