সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক, রাজনীতিবীদ এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে শুধুমাত্র সরকার ও রাজনৈতিক সংগঠনের মূখ্য ভূমিকা থাকলেও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কোন দুর্যোগের সরকার ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সমাজিক সংগঠনও কারযকরি ভূমিকা রাখে। তাই সমাজিক সংগঠনসমূহের কর্মকাণ্ডকে উৎসাহ দিতে হবে। তাই যুব সমাজকে রাজনীতির পাশাপাশি সমাজিক কর্মকাণ্ডেও এগিয়ে আসতে হবে।
 

শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে প্রান্তুিক স্যোসাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সংগঠনটির সভাপতি কয়সার মাহমুদ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  তানভির আহমদ চৌধুরীর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিফতাউল কবির মিফতা, আব্দুল মুনিম, আলী মো নূরুল হুদা দিপু, সৈয়দ সারওয়ার রেজা, টিটন মল্লিক, স্বেচ্ছাসেবক দল নেতা ফয়জুর রহমান শাকিল, মিছবাউর রহমান, সাইদুল হক চৌধুরী, লাহিন চৌধুরী, সেলিম আহমদ, মহানগর যুবদল নেতা আব্দুস সালাম টিপু, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে আফছান রাব্বি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সহ সভাপতি তোফায়েল আহমেদ।
 

ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন জাকির হোসেন শিপন। ইফতার মাহফিল শেষে সাবেক ছাত্রদল নেতা তরিকুল ইসলাম নয়নকে বিদেশগমন উপলক্ষ্যে সংবর্ধনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- কিবরিয়া সারওয়ার, দায়িম আহমদ, ফয়েজ আহমেদ, মো রব্বানি, সাফওয়ান আহমদ, কামরুল হাসান তুহিন, হুমায়ুন আহমেদ, মুন্মা খান, কাসেম চৌধুরী, রেজাউল ইসলাম সুমন, এড. আব্দুর রাজ্জাক রাজ, হাফিজুর রশিদ, আবু সাইদ মো সাকিব, রেজওয়ানুল ইসলাম, তরিকুল ইসলাম নয়ন, সৈয়দ আরিফুল হক, মোস্তাকুর রহমান আনসার, আসিফ আদনান, সৈয়দ রাফি, জামিল আহমেদ জুয়েল, জয়নাল আবেদিন রাহেল, প্রিন্স খান, রায়হান রহমান, আহমেদ রাব্বী, প্রান্ত আহসান, ফাহরাজ ফাহিম, রাহাত খান, মোয়াজ আহমেদ, সৈকত আহমেদ, মুকসিত নাদিম রনি, মুফতি আসেফ, রাহাত লিয়ন, সাফাত হোসেইন, রাইয়ান হোসেন, জাহিদ তালুকদার, আরিজ চৌধুরী, ফাহিম পলাশ, ফয়সল আহমেদ শিহাব, মাহিয়ান রিয়াদ, সাজ্জাদ হোসেন, জুবায়ের ইসলাম জনি, রেদওয়ান ইসলাম, আবিদ হোসেন, মুফতি রাফকাত, মুফতি আশরাফ, মাশরাফি প্রমূখ।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২