সিলেট বিভাগ সাংবাদিক সমিতি (সিবিসাস)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৭ এপ্রিল) রাজধানীর মালিবাগস্থ স্কাই সিটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কাজী তোফায়েল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর মৈত্রের পরিচালনায় ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন- জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সি এম কয়েস সামি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, দৈনিক মানবকণ্ঠের সাবেক সম্পাদক দুলাল আহমেদ চৌধুরী, মূদ্রণ শিল্প সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান, সিনিয়র সাংবাদিক মীর লিয়াকত আলী প্রমুখ।


এছাড়াও দৈনিক ভোরের কাগজের বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিনসহ রাজধানীতে কর্মরত সিলেট অঞ্চলের অর্ধশতাধিক সাংবাদিক ইফতার মাহফিলে যোগ দেন।

আলোচনা সভায় বক্তরা বলেন, আজকের ইফতারের মধ্যে ঢাকায় কর্মরত সিলেটী সাংবাদিকদের মধ্যে মেলবন্ধন তৈরি হবে। এই মেলবন্ধন বৃহত্তর সিলেটের উন্নয়নের জন্য বড় শক্তি হিসেবে কাজ করবে।


সিলেটভিউ২৪ডটকম/খলিল/ইআ-০৪