দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও  বিশিষ্ট ব্যবসায়ী  মো আহসান হাবিব-এর পিতা মো মস্তফা আহমদের পনেরো তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার তার নিজ বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের হাতিডহর নগরকান্দি গ্রামে কোরআন খতম, মিলাদ ও দোয়া , ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। 


মিলাদ ও দোয়া মরহুমের আত্মীয় স্বজন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন  মাওলানা আব্দুল কাদির। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছোট ছেলে সাংবাদিক ও ব্যাবসায়ী মো. আহসান হাবিব ও বড়ছেলে ফ্রান্স প্রবাসী শাহজাহান আহমদ। 



এছাড়া গ্রামের শতাধিক পরিবারের মাঝে ফল ও ইফতারের প্যাকেট বিতরণ করা হয় এবং গরীব অসহায় শতাধিক পরিবারের কে ঈদুল ফিতর উপলক্ষে  তৈল, ময়দা, লাচ্ছি, সেমাই, চিনিসহ বারোটি পন্য সামগ্রী বিতরণ করা হয়। 


উল্লেখ্য, তিনি গত ২০০৮ সালের ১৫ রমজান বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-১৩