সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে ভূমি দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে৷
 

শনিবার বেলা ৩ টায় শহরেরর নতুন বাস স্টেশন এলাকায় জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
 


তারা জানান, সম্প্রতি শহরের একজন পেট্রোল পাম্প মালিক পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে তার দখলে থাকা সড়ক ও জনপথের ভূমি দখল করে অফিস নির্মাণের অভিযোগ করেন। এই অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন শ্রমিকরা৷
 

সংবাদ সম্মেলনে শ্রমিকদের বিরুদ্ধে ভূমি দখল, ত্রাস সৃষ্টি ও চাঁদা দাবির অভিযোগের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
 

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, ১৯৯৫ সাল থেকে সড়ক জনপদ বিভাগের একটি পরিত্যক্ত পুকুর ভরাট করে স্ট্যান্ডের কার্যক্রম পরিচালনা করে আসছেন। সারা দেশে পন্যসেবা প্রদান করতে শ্রমিকদের অস্থায়ী স্থানটি প্রভাবশালীদের খপ্পরে পড়েছে। মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে সরকারি এই স্থানটি দখল পায়তারা করছে একটি মহল।
 

শ্রমিকদের উচ্ছেদ করে স্থায়ি স্থাপনা তৈরী অপতৎপরতা চালানো হচ্ছে। মিথ্যা মামলা হয়রানি থেকে বাঁচতে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা প্রার্থণা করেছেন শ্রমিক সংগঠনের নেতারা।
 

এতে বক্তব্য রাখেন- সংগঠনের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন, কোষাধ্যক্ষ মো. রাজা মিয়া, শ্রমিক নেতা মোছাব্বির মিয়া, ফরিদ মিয়া, আব্দুল জাহান, গোলাপ মালাকার, আব্দুল খালেক মাসুদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-০১