ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেছেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ১০ দফার চলমান আন্দোলনের পক্ষে দেশের মানুষ আজ জেগে উঠেছে। অতএব, এই সরকারকে বিদায় নিতেই হবে।
শনিবার (৮ এপ্রিল) ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ‘বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
জিনজিনরায় দলীয় কার্যালয়ের সামনে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে নিপুণ রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।
সরকারের পতনের হুংকার দিয়ে নিপুণ রায় চৌধুরী বলেন, এই সরকার অনেক দুর্নীতি অনিয়ম করেছে। এখন আর কোনো সুযোগ দেওয়া হবে না। আমরা এই সরকারের পতন নিশ্চিত করেই ঘরে ফিরে যাবো।
তিনি বলেন, শেখ হাসিনার লাগানো আগুনে বাংলাদেশ জ্বলছে। মানুষ ভোট দিতে পারে না, চাল কিনতে পারে না, মাছের বাজারে আগুন লেগেছে, সরকার বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়িয়ে সবকিছু ক্রয়ক্ষমতার বাইরে নিয়ে গেছে। চরম কষ্টে আছে সাধারণ মানুষ। মাসের হিসাব মেলাতে গিয়ে মানুষ হিমশিম খাচ্ছে।
তিনি আরও বলেন, দেশটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। দেশে কোনো আইনের শাসন নেই। দেশের মানুষ অভাব-অনটনে জড়োসড়ো। এই অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে চাই। আমরা বাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের আন্দোলন হচ্ছে, জনগণের সরকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশকে দুর্নীতিমুক্ত করা। এজন্য আমরা চাই সুষ্ঠু নির্বাচন।
এসময় নেতা-কর্মীদের উদ্দেশে নিপুণ আরও বলেন, আমি যদি গ্রেপ্তার হই। আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং এই আন্দোলনে আমাদের বিজয়ী হতে হবে।
‘বিএনপির নেতৃত্বাধীন চলমান গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই জনগণের অপহৃত অধিকার ফিরিয়ে দেওয়া হবে। আমরা আশা করি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে, আমরা দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে পারব।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৭