সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মরহুম দিলদার হোসেন সেলিম ও এডভোকেট জেবুন নাহার সেলিম'র ছোট কন্যা সামিয়া নওরিন চৌধুরী ইংল্যান্ডের The Honourable Souety Of Lincoln's Inn থেকে Barrister at law ডিগ্রি অর্জন করেছেন।
২০২২ সালের নভেম্বর মাসে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।
উল্লেখ, নওরিন সিলেটের লিডিং ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের মধ্যে ১ম ব্যারিষ্টার এট-ল ডিগ্রি অর্জনকারী। তার সাফল্যে ডিপার্ট্মেন্টের শিক্ষক, ছাত্র এবং পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
নওরিন আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, বাবার স্বপ্ন ছিল আমি ব্যারিষ্টার হব, আজ বাবার দেখা স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু বাবা নেই।
তিনি বাবার রুহের মাগফেরাত কামনা করেন এবং উৎসাহ উদ্দীপনা এবং সার্বিক সহযোগিতা করার জন্য মা ও স্বামীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি আজীবন সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি সকলের দোয়া প্রার্থী।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬