পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার (৮ এপ্রিল) নগরীর ধোপাদিঘীপারস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
 


দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান মাস হলো সিয়াম সাধনার মাস। এ মাসে মহান আল্লাহর প্রিয় বান্দারা রবের সান্নিধ্যে লাভের জন্যে আপ্রাণ চেষ্টা করে থাকে। রব তার বান্দাদের কে ভালোবেসে তার রহমতের দরজাসমূহ খোলে দেয়। যাতে করে বান্দা ইবাদত বন্দেগী করে সহজে জান্নাতে যেতে পারে।
 

বক্তারা বলেন, পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতিকে আরো সামনের দিকে নিয়ে যেতে সকলকে নিরলসভাবে কাজ করতে হবে।
 

সিলেটের পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিলেটের পৌর বিপণী কেন্দ্র দোকান মালিক ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মো. হাফিজ উল্লাহ, সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ খোকন, এডভোকেট রফিকুল ইসলাম, বাংলাদেশ যুব মৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন রুমেল, এডভোকেট আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক ফেডারেশন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক অজিত দেবেনাথ, ইসমাইল হোসেন, আমির হোসেন, রুহেল আহমদ, অরুন কুমার পাল প্রমুখ।


 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১