সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার অতিরবাড়ি নামক স্থানে বেপরোয়া ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশা এক যাত্রী নিহত হয়েছেন।
নিহত তাহেরা বেগম (৯০) সিলেটের বিশ্বনাথের আমতৈল গ্রামের মৃত আব্দুল হান্নানের স্ত্রী। শনিবার (৮ এপ্রিল) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় দুদু মিয়া (৬০) ও মাহদিয়া (১৪) নামে দুজন আহত হয়েছেন। তারা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনা ও নিহতের বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।
তিনি জানান, রাত সোয়া ৮টার দিকে দক্ষিণ সুরমার অতিরবাড়ি নামক স্থানে দ্রুতগতির একটা ট্রাক সিলেট থেকে যাওয়া একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এর যাত্রী তাহেরা বেগম মারা যান।
স্থানীয়রা পরে হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
তবে বেপরোয়া গতির ট্রাককে আটক করা যায়নি।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম