সিলেটের ওসমানীনগর উপজেলার সকল সমস্যা নিরস করা হবে বলে জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। রবিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ওসমানীনগর উপজেলা পরিষদর সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

 


মোশাররফ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন উপজেলার দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করে আমি যে সকল সমস্যা পাচ্ছি সঠিক সম্বনয়ের মাধ্যমে তা দ্রুত নিরসন করতে প্রয়োজনীয় পদক্ষেক গ্রহন করছি। ওসমানীনগরে যে সকল সমস্যা আছে তাও নিরসন হবে।


উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ ভিপির সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তৌছিফ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উসমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্যাহ বদরুল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মলয় চক্রবর্তী, সমাজ সেবা কর্মকর্থা জয়তী দত্ত, এলজিইডি কর্মকর্তা এস এম আব্দুলাহ আল মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতুষ মজুমদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। 

পরে তিনি উপজেলার বিভিন্ন এলাকা এবং উপজেলার বিভিন্ন সরকারী দপ্তর পরির্দশন করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন। এর আগে উপজেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্থবক অর্পন করেন। 

 

সিলেটভিউ২৪ডটকম /রনিক/ নাজাত