চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য বিভিন্ন ইউনিট ও উপইউনিটে আবেদন জমা পড়েছে ১ লাখ ২৭ হাজার ৮৩৮টি। গত ৩০ মার্চ দুপুর ১২টা থেকে আজ রোববার বেলা ১টা পর্যন্ত এ আবেদন জমা পড়েছে। আগামী মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আজ দুপুরে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ খাইরুল ইসলাম। তিনি বলেন, আবেদনকারী প্রার্থীদের সবাই এখনো ফি জমা দেননি। ১৪ এপ্রিল পর্যন্ত এ ফি জমা দেওয়া যাবে।
কোন ইউনিটের কত আসন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। এতে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য ভর্তি পরীক্ষা নেওয়া হয়। ৪টি ইউনিট ও ২টি উপইউনিটে মোট আসন রয়েছে ৪ হাজার ১৮৯টি। আর বাকি ৭৩৭টি আসন বিভিন্ন কোটায় বরাদ্দ থাকে।
ইউনিটগুলোর মধ্যে ‘এ’ ইউনিটে আসন রয়েছে ১ হাজার ২১৫টি, ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি, ‘সি’ ইউনিটে ৬৪০টি, ‘ডি’ ইউনিটে ৯৫৮টি। উপইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি ও ‘ডি-১’ ইউনিটে ৩০টি আসন রয়েছে।
কোন ইউনিটে কত আবেদন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে এবার পরিবর্তন আনা হয়েছে। অন্য বছর এ ইউনিটের মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারতেন না। এবার এ সুযোগ থাকছে। ওই দুই বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য আলাদা আসনও বরাদ্দ রাখা হয়েছে। ‘সি’ ইউনিটে মোট আসন রয়েছে ৬৪০টি। এর মধ্যে মানবিক বিভাগে পাস করা শিক্ষার্থীদের জন্য ২২টি, বিজ্ঞান বিভাগের জন্য ১৭৭টি আর বাকি ৪৪১টি আসন ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য।
আজ বেলা একটা পর্যন্ত ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৫০ হাজার ৩৬০ শিক্ষার্থী। এ ছাড়া ‘বি’ ইউনিটে ৩৩ হাজার ৫৭, ‘সি’ ইউনিটের বিজ্ঞান বিভাগে ১ হাজার ১৬৪, মানবিক বিভাগে ৩৯৬ ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১০ হাজার ২১২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অন্য দিকে ‘ডি’ ইউনিটে ২৬ হাজার ৩৭১ জন, ‘বি-১’ উপইউনিটে ২ হাজার ১১৮ জন, ‘ডি-১’ উপইউনিটে ২ হাজার ৩৫০ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেছেন। তবে এর মধ্যে সবাই আবেদন ফি জমা দেননি। এখন পর্যন্ত আবেদন ফি জমা দিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৪৩ জন।
পরীক্ষার সূচি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৬ মে, শেষ হবে ২৫ মে। এর মধ্যে আগামী ১৬ ও ১৭ আগস্ট এ ইউনিট, ১৯ আগস্ট সি ইউনিট, ২০ ও ২১ আগস্ট বি ইউনিট, ২২ ও ২৩ আগস্ট ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৪ আগস্ট সকালে উপইউনিট বি-১ ও একই দিন বিকেলে ডি-১ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৩