আঞ্চলিক দুই শীর্ষ ক্ষমতাধর সৌদি আরব ও ইরানের অর্ধ-যুগের বেশি সময়ের কূটনৈতিক বিচ্ছিন্নতার পর সম্পর্ক পুনরায় স্থাপনের লক্ষ্যে মধ্যস্থতা করছে চীন রিয়াদে ইরানের দূতাবাস খোলার যাবতীয় প্রস্তুতি নিতে চলতি সপ্তাহে সৌদি আরবে এক প্রতিনিধিদল পাঠাবে ইরান। তেহরানে কূটনৈতিক মিশন পুনরায় চালুর বিষয়ে আলোচনা করতে রোববার ইরানে সৌদি আরবের কূটনৈতিক দল পৌঁছানোর পর এই ঘোষণা দিয়েছে ইরান।
আঞ্চলিক চিরবৈরী দুই দেশের সম্পর্কের আকস্মিক এই মোড় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন ও দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা বয়ে আনতে পারে বলে প্রত্যাশা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ বলছে, রিয়াদে ইরানের দূতাবাস পুনরায় খোলার প্রস্তুতি নিতে ইরানের একটি কারিগরি প্রতিনিধিদল এই সপ্তাহে সৌদি আরব সফর করবে।
এর আগে, সাত বছরের বেশি সময়ের কূটনৈতিক বিচ্ছিন্নতার পর প্রথমবারের মতো এই দুই চিরশত্রু দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী গত বৃহস্পতিবার বেইজিংয়ে এক বৈঠকে মিলিত হন। আঞ্চলিক দুই শীর্ষ ক্ষমতাধর দেশের মাঝে সম্পর্ক পুনরায় স্থাপনের লক্ষ্যে চীন মধ্যস্থতা করছে। বেইজিংয়ে ওই বৈঠকের পর উভয় দেশের কর্মকর্তারা পুনরায় দূতাবাস চালুর বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছেন।
আইএসএনএ বলছে, ‘ইরানের কারিগরি প্রতিনিধি দল রিয়াদে তেহরানের দূতাবাস পরিদর্শন করবে এবং সৌদি আরবে ইরানের দূতাবাস পুনরায় খোলার ব্যবস্থা করবে।’
এর আগে, শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, রিয়াদের কূটনৈতিক মিশন পুনরায় চালু করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে সৌদি আরবের কর্মকর্তারা ইরানে গেছেন।
ইরানের ওই বার্তা সংস্থা বলেছে, সৌদি প্রতিনিধিদল আজ সকালে তেহরানে সৌদি দূতাবাস পরিদর্শন করেছে।
সিলেটভিউ২৪ডটকম/এনটি
সূত্র : ঢাকাপোষ্ট