সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) দুই বছর (২০২৩-২০২৫) মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। আফজাল রশীদ চৌধুরীকে সভাপতি হিসেবে পুননির্বাচিত করে রবিবার (৯ এপ্রিল) এই কমিটি ঘোষণা করা হয়।
রবিবার ২১ জন পরিচালকের মধ্য থেকে বিনা প্রতিদ্ধন্দিতায় নির্বাচিত ১ম সহ-সভাপতি হিসাবে মো. আব্দুল জব্বার জলিল, সহ-সভাপতি হিসাবে মো. মুহিতুল বারী রহমান এবং কোষাধ্যক্ষ হিসাবে মো. মাহবুবুর রহমান নির্বাচিত হন।
পরিচালনা পর্ষদের নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন- মো. মাহমুদ বক্স রাজন, মো. হুরায়রা ইফতার হোসেন, জিয়াউল গণী আরিফীন, মুনতাসির আলী, মো. সিদ্দিকুর রহমান, রাজীব ভৌমিক, রেজাউল হাসান জাকারিয়া, মো. ইলিয়াছুর রহমান, অজয় কুমার ধর, মো. আব্দুর রহমান রিপন, শান্তনু দত্ত, কল্লোল আহমদ, মো. ফেরদৌস আলম, মো. জহির হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, মো. কাপ্তান হোসেন, জিল্লুর রহমান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-৯