মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল' ক্লিনিকের আইনী পরামর্শ প্রদান কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পেশাগত জীবনের নানা দিক সম্পর্কে শিক্ষাজীবনেই অবহিত হওয়ার সুযোগ লাভ করছে। পাশাপাশি ল’ ক্লিনিক থেকে পরামর্শ গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জীবনের নানা সমস্যা সমাধানের বিষয়ে উদ্যোগী হতে পারছে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং আইন ও বিচার বিভাগের অগ্রযাত্রায় আজকের দিনটি নিঃসন্দেহে মাইলফলক হয়ে থাকবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল' ক্লিনিক-এর আইনী পরামর্শ প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথাগুলো বলেন। রোববার দুপুর দেড়টায় আইন ও বিচার বিভাগের শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে প্রশিক্ষিত আইন শিক্ষার্থীদের সহযোগিতায় ল’ ক্লিনিকের আইনী পরামর্শ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য।
এসময় ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মো. জামাল উদ্দিন, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গাজী সাইফুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনিভার্সিটির অ্যাকাডেমিক বিল্ডিং ১-এর ৪০১ নং কক্ষে দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ থেকে আগত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দকে বিনামূল্য আইনী পরামর্শ প্রদান করা হয়। পরিবার, চুক্তি, সম্পত্তি, ভোক্তা অধিকার-সহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আইনী পরামর্শ প্রদান করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির এলএল.বি. প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থী সিলেট জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মো. মামুনুর রশীদ। আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন সহযোগী অধ্যাপক এবং ল' ক্লিনিকের প্রধান নির্দেশক শেখ আশরাফুর রহমানের তত্ত্বাবধানে আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. শের-ই-আলম, সিনিয়র প্রভাষক ফাতেমা ইমরোজ, মিতু আক্তার, প্রভাষক তাসপিয়া মোস্তফা আইনী পরামর্শ প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং এলএল.বি. (অনার্স) প্রোগ্রামের ৪৩, ৪৪, ৪৫ এবং ৪৬ ব্যাচের শিক্ষার্থীদের নানা বিষয়ে পরামর্শ প্রদান করেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী ল’ ক্লিনিকের আইনী পরামর্শ প্রদান কার্যক্রমের সফলতা কামনা করেন এবং এ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল' ক্লিনিক-এর আইনী পরামর্শ প্রদান কার্যক্রম এখন থেকে প্রতিমাসের প্রথম বৃহস্পতিবার দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত ইউনিভার্সিটির ৪০১ নং কক্ষে অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৪