হবিগঞ্জের চুনারুঘাটে বীমা ও এনজিও কর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বীমা ও এনজিও করানোর নামে কৌশলে ফাঁদে ফেলে হয়রানি করছে। 

জানা গেছে, হঠাৎ করে চুনারুঘাট উপজেলায় বীমা ও এনজিও কর্মীদের কর্মকান্ড বেড়ে গেছে। তারা বাড়িতে বাড়িতে গিয়ে বীমা ও এনজিও করানোর নামে হয়রানি করছে। 


 

সৈয়দ কামরুল ইসলাম নামে একজন বলেন, বীমা ও এনজিও লোকাল প্রতিনিধি নিয়োগ দিয়ে, তার মাধ্যমে বীমা সদস্য হলে প্রতি বীমায় ৩/৪ হাজার টাকা তাকে কমিশন দেয়া হয় তাদের। সেই কারণে বীমা ও এনজিও'র প্রতিনিধি ও কর্মীরা মানুষের বাড়িতে বাড়িতে ধর্ণা দেয়। ফারুক মিয়া নামে আরেকজন বলেন, আমার অন্য একটি বীমা কোম্পানিতে বীমা করা আছে। তবুও আরেক বীমা কোম্পানির সদস্য বীমা করানোর নামে ৩/৪ মাস ধরে আমার বাড়িঘর ছাড়ছেন না। এমনও অবস্থায় আমি বাধ্য হয়ে বীমা করি। 

বিভিন্ন সূত্রে জানা গেছে, উপজেলাতে ভূঁইপোড় কিছু বীমা ও এনজিও হঠাৎ বৃদ্ধিতে, তাদের কর্মীদের পৌরসভাসহ উপজেলার ১০ টি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রামে গ্রামে গিয়ে তারা বীমা ও এনজিও করানোর নামে মানুষের বাড়িতে গিয়ে হয়রানি করছে। এতে অনেকে ক্ষিপ্ত হচ্ছেন। অনেক সহজ সরল মানুষ তাদের ছলনার ফাদে পড়ে বাধ্য হয়ে বীমা ও এনজিও’র সদস্য হচ্ছে। এমনকি কিছু ভূঁইপোড় বীমা ও এনজিও, তাদের কর্মীদের ফাদে পড়ে অনেকেই প্রতারিত হচ্ছে। এমন অভিযোগ সচেতন মহলের। 

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিককে বিষয়টি অবগত করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি। শীঘ্রই নজরে নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/জিলানী/ নাজাত