৭ নং ওয়ার্ডের নূরানী আবাসিক এলাকা মোগলীটুলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আইডিয়েল ইয়থস্ এর ২ বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।গতকাল তারাবীহ’র নামাজের পর মাহবুব আহমদ মুর্শেদের সভাপতিত্বে ও জনি আহমদ এর পরিচালনায় বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠনের আলোচনা নূরানী ৪৩স্থিত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

 


সর্বসম্মতিক্রমে জনাব ফরিদ আহমদ-কে সভাপতি, ইকবাল হোসেন বাচ্চু-কে সাধারণ সম্পাদক ও শেখ হাবিবুর রহমান মুরাদ-কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়।

নব-নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সদ্য সাবেক সভাপতি মাহবুব আহমদ মুর্শেদ, সাবেক সভাপতি শহীদুল ইসলাম শহীদ,সদ্য সাবেক সাধারণ সম্পাদক জনি আহমদ,সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম নিটু ও সদ্য সাবেক সহ-সাধারণ সম্পাদক কাওছার হোসেন খান প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/নাজাত