সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছে উপজেলার আলাউদ্দিন খান ও জুলহাস খান স্মৃতি ফাউন্ডেশন। আজ সোমবার ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় উপজেলার যুব সংঘের হলরুমে বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।
 

প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন আতাহার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবদুল ওহাব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব, যুব সংঘের সভাপতি রাজু আহমদ রাজা, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মামুনুর রশীদ, উপজেলা উন্নয়ন কর্মী সুমন আহসান উল্লাহ প্রমুখ।

বিতরনী অনুষ্ঠানে দোয়া মাহফিল শেষে শারীরিক প্রতিবন্ধী ৬জন ব্যক্তিদের কাছে হুইল চেয়ার তুলে দেওয়া হয়।

সভা শেষে ফাউন্ডেশনের সদস্য সাংবাদিক জুয়েল খানের প্রতি কৃতজ্ঞতা জানান অতিথি ও গ্রহীতা ব্যক্তিরা।
 


সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/পল্লব-১২