সিলেটের ব্যবসায়ীদের অন্যতম সংগঠন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন রোটারিয়ান মো. ফেরদৌস আলম।
দুই বছর (২০২৩-২০২৫) মেয়াদে নতুন এ পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।
রোটারিয়ান মো. ফেরদৌস আলম সিলেটের ঐতিহ্যবাহী স্টুডেন্ট কনসাল্টেন্সি ফার্ম অর্কিড এসোসিয়েটের প্রধান নির্বাহী কর্মকর্তা। এছাড়াও তিনি নানা সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃত্ব দিছেন।
ফেরদৌস আলম জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটালের ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের সাবেক প্রেসিডেন্ট। তিনি ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসাল্ট্যান্টস এসোসিয়েশন অব বাংলাদেশ, সিলেট জোন-এর প্রেসিডেন্ট।
এছাড়াও তিনি সিলেট ডায়াবেটিক এসোসিয়েশন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের জীবন সদস্য।
এসবের পাশাপাশি সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডের সাথে নিবিড়ভাবে সম্পৃক্ত তিনি।
এদিকে, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় রোটারিয়ান মো. ফেরদৌস আলমকে অভিনন্দন জানিয়েছেন সেল্টার প্রেসিডেন্ট অ্যাডভোকেট খালেদ চৌধুরী ও সেক্রেটারি সুলতান আহমদ।
এছাড়াও এ অর্জনে তাঁকে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান অভিনন্দন জানিয়েছে।
উল্লেখ্য, আফজাল রশীদ চৌধুরীকে সভাপতি হিসেবে পুননির্বাচিত করে রবিবার (৯ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) দুই বছর (২০২৩-২০২৫) মেয়াদের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/পিডি