নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি) ইংলিশ কাউন্সিলের উদ্যোগে ইংরেজি বিভাগের ইফতার মাহফিল আয়োজিত ও এনইইউবি ইংলিশ কাউন্সিলের নতুন কমিটি গঠন হয়েছে।
 

সোমবার নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এই আয়োজন হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্যবসায় অনুষদের ডীন, ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ হারুনুর রশীদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ শাহজাদা আল সাদিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের প্রধান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও এনইইউবি ইংলিশ কাউন্সিলের এডভাইজার মোহাম্মদ শামসুল কবির।
 

অনুষ্ঠানে ইংরেজি বিভাগের সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকারাও অংশ নেন। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত সন্ধ্যা উপভোগ করেন আগত সবাই।

অনুষ্ঠানে ইংরেজি বিভাগের একমাত্র ক্লাব এনইইউবি ইংলিশ কাউন্সিলের নতুন কমিটিও গঠন করা হয়েছে। নতুন কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে ইয়াসিন চৌধুরী লাহিন ও জেনারেল সেক্রেটারি হিসেবে সাগর রায়ের নাম ঘোষণা হয়।
 

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন  জান্নাতুন নিশা অনি (ভাইস প্রেসিডেন্ট), দবির আহমেদ মাসুদ (ভাইস-প্রেসিডেন্ট), অপরাজিতা সেন গুপ্তা (অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি), আফরিন খান সামিয়া (অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি), সুমাইয়া তানজিম তন্নি (অর্গানাইজার), মোহাম্মদ জাওয়াদুল আলম খান (অর্গানাইজার), রাইয়ান চৌধুরী (অর্গানাইজার), প্রদীপ কীর্তনিয়া (অর্গানাইজার), মাহিদ আহমেদ ফারহান (স্পোর্টস উইং), ফাহিম মিয়া (স্পোর্টস উইং), রওশন ফারিহা চৌধুরী (কালচারার উইং), সুস্মিতা দে স্বর্ণা (কালচারার উইং) ও মোহাম্মদ সালমান আহমেদ কাওসার (মিডিয়া হাইপ)।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩