দেশের হাওরে আর কোনও সড়ক নির্মাণ হবে না, প্রয়োজনে উড়াল সড়ক নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এর আগে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
তিনি জানান, স্লুইস গেট নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, হাওরে আর সড়ক নয়, উড়াল সড়ক হবে। তবে আধা হাওরে সড়ক হবে।
পানির চাপে সড়ক ভেঙে যায়, যেখানে পানির চাপ বেশি সেখানে কালভার্ট নির্মাণের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে বিভিন্ন প্রকল্পে বেশি পরামর্শক না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বর্তমানে রেমিট্যান্স বেড়ে যাওয়ায় উল্লসিত না হয়ে সতর্ক হতেও নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। কারণ; ঈদের কারণে রেমিট্যান্স বাড়লেও ঈদের পর তা কমে যেতে পারে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-২