আগামী সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করার পর জমা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।
তিনি মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট শাখা সিলেটের ডেপুটি কমন্ডার ও সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় অবস্থান করছে। ডিজিটাল বাংলাদেশের রূপরেখা থেকে তিনি বর্তমানে স্মার্ট বাংলাদেশের রূপরেখা তৈরি করেছেন। যদি মনোনয়ন পান তাহলে সেই স্মার্ট বাংলাদেশের প্রথম ‘স্মার্ট নগরী’ হিসেবে সিলেটকে গড়ে তুলবেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিকের সঙ্গে উপস্থিত ছিলেন প্রবাসী আওয়ামী লীগ নেতা সৈয়দ শামীম আহমদ ,দক্ষিণ সুরমা আওয়ামী লীগ নেতা মো. নুরুজ্জামান , নগরীর ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বকস সালাই, নগরীর ৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মো. ছিফত আলী, ৭নং ওয়ার্ড কৃষক লীগ নেতা রিপন রায়, ৩ নং ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি মো. আব্দুল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর