হবিগঞ্জের মাধবপুরে ফসলের চাষাবাদ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয় চাষীদের। অনেক সময় হাতের নাগালে সেবা না পাওয়ায় বড় ধরনের ক্ষতির সম্মুখীনও হতে হয় কৃষকদের ।
এজন্য কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন ও কৃষকের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মাধবপুর উপজেলা কৃষি অফিস। কৃষির সার্বিক উন্নয়নে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে সাধারণ কৃষকদের সেবা দিয়ে আস্থা অর্জন করেছে এ অফিসের কর্মকর্তারা।
জানা গেছে, কৃষকদের মধ্যে তাৎক্ষণিক সেবা পৌঁছে দেওয়ার জন্য উপজেলা কৃষি অফিস সর্বদা তৎপর। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি বিষয়ক সেবা নিতে যোগাযোগ করলে তারা মাঠ পর্যায়ে উপস্থিত থেকে সমস্যা নির্ণয় করে সমাধান করে থাকেন।
সেই সঙ্গে কৃষকদের সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা এবং ইউনিয়ন কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্রে কর্মরত কর্মকর্তারা প্রতিনিয়ত কৃষকদের ডিজিটাল সেবার মাধ্যমে পরামর্শ দিচ্ছেন। এতে সেবার মান আরও বৃদ্ধি পাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের সুলতান গ্রামে গিয়ে কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বোরো ধানের জমিতে যাতে ব্লাস্ট রোগের আক্রমণ না হয় ও হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং তার প্রতিকার কি সে সম্পর্কে কৃষকদের আগাম সতর্কতা দিচ্ছেন। এছাড়া কৃষি বিষয়ক বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ফসল ব্যবস্থাপনা, রোগ, পোকা-মাকড় সম্পর্কেও ধারণা দিচ্ছেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ জুনেদ