সিলেটের ওসমানীনগরে ফ্রেন্ডস অব সিলেট ইউকে’র উদ্যাগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
 

মঙ্গলবার উপজেলার মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের হল রুমে ফ্রেন্ডস অব সিলেট ইউ’র কোষাধ্যক্ষ আওলাদ মিয়ার আয়োজনে উমপুর ইউনিয়নের ৪ শাতধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
 


ঈদ উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
 

মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আওলাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, প্রবাসী কমিউনিটি নেতা জরিফ হোসেন আছান খাঁ, মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ মাহমুদ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পঙ্কজ পুরকায়স্থ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হোসাইন আহমদ ছাইল মিয়া।
 

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস খান ও কলেজের গভর্নিং বডির সদস্য ইলিয়াস হোসেন লেফাসের পরিচালনায় বক্তারা বলেন, দেশে যখনোই প্রকৃতিক দূর্যোগ, ঈদ,পূজা আসে তখনই প্রবাসীরা দেশের অবহেলিত মানুষের জন্য সহায়তার হাত প্রসারিত করেন। মহান মুক্তিযোদ্ধ থেকে শুরু করে দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনষ্মিকার্য। প্রবাসীরা দেশের অর্থনৈতিক চাকা সচল রেখে এলাকার উন্নয়নে দূর থেকেও কাজ করে যাচ্ছেন।
 

বক্তরা বলেন, শিক্ষানুরাগী আওলাদ মিয়া এই এলাকায় আব্দু মিয়া কলেজ স্থাপন করে উচ্চ শিক্ষার জন্য ব্যবস্থা করেছেন। বর্তমানে এই কলেজ থেকে লেখা পড়া করে অনেকেই বিভিন্ন স্থানে সুনাম কুঁড়াচ্ছেন। তাদের পরিবার সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং থাকবেন।
 

অনুষ্টানে উপস্থিত ছিলেন- ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তফজ্জুল হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুবর রহমান চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা মাহবুব খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আনহার মিয়া, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ -সম্পাদক মোশাহিদ আহমেদ, সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ, সুজন দেবনাথ, ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাবেদ আহমদ আবীর, সদস্য সৈয়দ রুবেল আলী প্রমুখ।


 

সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-০৬